সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
পান্থ আফজালের সেলিব্রেটি শো’র এক বছর
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৮ PM
এক বছর পূর্ণ করল পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় সেলেব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’। গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এ শোটি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এ অনুষ্ঠানটি ডি টকস ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করি।’

এদিকে একই প্ল্যাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ও উপস্থাপনা করে থাকেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন শোর উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার উপস্থাপনায় ‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

ডাংগুলি এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এ তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন- তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দীঘি, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
‘নৌকা প্রতীকে ভোট করবে ১৪ দল, দুই-এক দিনের মধ্যে আসন ভাগাভাগি’
কর্ণফুলী নদীতে কার্গো জাহাজ ডুবি
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী: এলাকায় মিষ্টি বিতরণ
নিজ দল থেকে জেনারেল ইবরাহিমকে বহিষ্কার
পেঁয়াজের বাজারে অভিযান: ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী: এলাকায় মিষ্টি বিতরণ
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে
যশোরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান
শিক্ষা কারিকুলাম ২০২৩ ও প্রাসঙ্গিক কিছু কথা
আপিলে মনোনয়ন বৈধ, ফরিদপুরে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft