বুধবার ২৯ নভেম্বর ২০২৩
হলিউডে দেখা দিলো আশার আলো
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ PM
ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। তাদের এই আন্দোলনে অংশ নেন অভিনেতারাও। গত ছয় দশকে হলিউডে এত বড় আন্দোলন হয়নি। লেখকদের এই আন্দোলন রীতিমতো সাড়া জাগিয়েছে হলিউডে। এতে একদিকে যেমন স্তব্ধ হয়ে গেছে একাধিক বিগ বাজেট ছবির কাজ, তেমনি বেশ কিছু ছবি মুক্তির তারিখও পিছিয়ে দিতে হয়েছে।

এর মধ্যেই বিবিসি, সিএনএনের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ধর্মঘটের ১৪৬ দিন পর আশার আলো জ্বলছে হলিউডে। বৈঠক ও আলাপ-আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে পৌঁছেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও এখনই ধর্মঘট তুলতে নারাজ হলিউডের লেখকরা। গিল্ডের সম্মতি ছাড়া কাজে ফিরবেন না তারা।

তবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তি চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছে রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) কর্তৃপক্ষ। তাদের বিবৃতিতে বলা হয়, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা এমন একটা চুক্তিতে সহমত হতে পেরেছি, যাতে সব ক্ষেত্রের লেখকরা লাভবান হবেন। কিন্তু গিল্ডের সম্মতি ছাড়া কেউ কাজে ফিরবেন না। ফলে ধর্মঘট অব্যাহত থাকবে। আপাতত আমরা পিকেটিং তোলার সিদ্ধান্ত নিচ্ছি।’

জানা গেছে, আগামী মঙ্গলবার ফের চুক্তির সমর্থনে ভোটাভুটির কর্মসূচি রয়েছে। তারপরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে-এই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যে কোনও সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তারা।

এই আন্দোলনে যুক্ত রয়েছে ডব্লিউজিএর প্রায় সাড়ে ১১ হাজার সদস্য। তাদের সঙ্গে অংশ নিয়েছে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস তথা এসএজি–আফট্রার প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। তাদের সঙ্গে রয়েছে অভিনেতাদের ইউনিয়নও।

হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছিলেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, মার্গো রবি, ড্যানিয়েল র‌্যাডক্লিফ, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
আমার পূর্বপুরুষরা আফগানিস্তানের: আদনান সামি
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস
বিশাল গাড়িবহর নিয়ে মাগুরায় সাকিব
পরকীয়ার তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মণিপুরি মহারাসলীলা
রিজার্ভ এখন ১৬ বিলিয়নের নিচে
চারশো রান করতে পারলে চালকের সিটে থাকা যেতো
আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি দূত
মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft