প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৪ PM

নীলফামারীর ডোমার উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডোমার ডিমলা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রুল আলম বাবুল ও বীর মুক্তিযোদ্ধারা।
সভায় আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তর থেকে আসা কর্মকর্তা,সাংবাদিক, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
আজকালের খবর/বিএস