সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
টেকনাফে বসতবাড়িতে মিললো অস্ত্র ও মাদক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৪ PM
কক্সবাজারের টেকনাফে এক মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ৫৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন। ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রবিবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদার বিল এলাকার ইমাম হোসেনের বাড়ি থেকে ইয়াবাসহ পিস্তল-গুলি উদ্ধার করা হয়। 

রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল বলেন, একটি মাদককারবারি চক্র মিয়ানমার থেকে ইয়াবার ও অস্ত্রের চালান টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার ইমান হোসেনের বাড়িতে মজুদ রয়েছে। এমন গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে বাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়। এসময় বাড়ির দুই কক্ষে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১৪১ রাউন্ড গুলিসহ ৫৩ হাজার পিস ইয়াবা এবং হেরোইনের মতো ৭০০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মাদককারবারিরা মিয়ানমার থেকে মাদকের সঙ্গে অস্ত্রের চালান মজুদ করছে। অস্ত্রগুলো সামনের নির্বাচনে ব্যবহার করতে মজুদ করছে বলে ধারণা করছি। আমরা কোনো অস্ত্র-মাদককারবারিকে ছাড় দিচ্ছি না। এ ঘটনার পেছনে আরো যারা জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত সাতজনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
‘নৌকা প্রতীকে ভোট করবে ১৪ দল, দুই-এক দিনের মধ্যে আসন ভাগাভাগি’
কর্ণফুলী নদীতে কার্গো জাহাজ ডুবি
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী: এলাকায় মিষ্টি বিতরণ
নিজ দল থেকে জেনারেল ইবরাহিমকে বহিষ্কার
পেঁয়াজের বাজারে অভিযান: ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী: এলাকায় মিষ্টি বিতরণ
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে
যশোরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান
শিক্ষা কারিকুলাম ২০২৩ ও প্রাসঙ্গিক কিছু কথা
আপিলে মনোনয়ন বৈধ, ফরিদপুরে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft