প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৯ PM

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হাল ধরতে বেলকুচি মেয়র সাজ্জাদুল হক রেজা প্রচারণায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্তার মোড়ে হাজী আলমাছ কোম্পানির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হাল ধরতে চাই। পৌর মেয়র হিসাবে আড়াই বছরে বর্তমান এমপির চেয়ে দ্বিগুণ উন্নয়নমূলক কাজ করে এলাকার জনগণের আস্থা অর্জন করেছি। তাঁতসমৃদ্ধ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো প্রসারিত করতে শিল্পপতি হলেই চলে না। মনের সৎ ইচ্ছাটাই যথেষ্ট।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর হাতকে গতিশীল করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের উন্নয়নের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের শিল্পপতি এমপি সাহেব পাঁচ বছরে মাত্র ২৪টি রাস্তা করেছেন। জননেত্রী শেখ হাসিনা ভালো মনে করে তাকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আসলে তিনি নিজেকে কয়লা প্রমাণ করেছেন। যে সময়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ছোঁয়ায় গ্রামকে শহরে পরিণত করেছেন ঠিক সেই সময়ে বর্তমান এমপির উন্নয়নে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করা হয়েছে। তার আচরণে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমুখ হয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। আগামীতে জনগণ ও নেতাকর্মীর মাঝে জরিপ করে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানান পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও এলাকাবাসী।
নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর ফজলুর রহমান ফজলু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম ফারুক সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ আহমেদ, সাবেক ছাত্রনেতা আশরাফ মোল্লা ও উপজেলা শ্রমিক লীগ নেতা আবু সাইদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী।
আজকালের খবর/ওআর