প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৫ AM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসামিদের কাছ থেকে ১১৫ গ্রাম হেরোইন, ১৪২ বোতল ফেনসিডিল, ৭ লিটার দেশি মদ, ৯১০টি ইয়াবাট্যাবলেট ও ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আজকালের খবর/বিএস