বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০২ AM
প্রশাসনে একজন সচিব ও একজন প্রকৌশলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিটিআরসি’র মহাপরিচালককে (ডিজি) সেনাবাহিনীতে বদলি করে একই পদে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সাতজন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সিনিয়র সহকারী সচিবের দপ্তর বদল করা হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।   

জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালামের অবসর উত্তর ছুটি ও সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

পৃথক আদেশে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেক্ট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন ও ট্রাক) পদে মো. আনোয়ারুল হককে পুনরায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে বিটিআরসি’র ডিজি পদে প্রেষণে কর্মরত ব্রিগেডিয়ার জেনালের মো. নাসিম পারভেজ এনডিসিকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। 

একই আদেশে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এনডিসিকে বিটিআরসি’র ডিজি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। 

পৃথক আদেশে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান হাবিবুল হাসান রুমিকে চাঁদপুর, চাঁদপুরের এডিসি মোছাম্মৎ রাশেদা আক্তারকে বগুড়া, নেত্রকোনা দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব উল আহসানকে শেরপুর, রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারকে খাগড়াছড়ি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে জামালপুর, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারকে পঞ্চগড় এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদায়ন করা হয়েছে। 

পৃথক আদেশে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনকে উপপরিচালক হিসাবে বিসিএস প্রশাসন একাডেমিতে বদলি করা হয়েছে। 

পৃথক আদেশে মাগুরা শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইসমিন মনিরাকে নির্বাহী অফিসার হিসাবে খুলনা জেলা পরিষদে, বরিশাল উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা তারজিনকে নির্বাহী অফিসার হিসাবে বরগুনা জেলা পরিষদে এবং খুলনা কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমানকে নির্বাহী অফিসার হিসাবে নাটোর জেলা পরিষদে পদায়ন করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ডেমরায় নির্মাণাধীন ভবনে অজ্ঞাত তরুণীর লাশ
ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল
তথ্য প্রবাহের অপব্যবহার করে কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে: তথ্যমন্ত্রী
উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পান্থ আফজালের সেলিব্রেটি শো’র এক বছর
টেলরের রেকর্ড কি ভাঙতে পারবেন পরীমণি?
কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত
অবশেষে মুখ খুললেন তামিম
কামারপাড়া রেলগেট-কলেজ সড়কের ব্রিজ মরণফাঁদে পরিণত: দুর্ভোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft