প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:১১ PM আপডেট: ১৮.০৯.২০২৩ ৩:২৪ PM

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল মতিন বলেছেন, আমার নেত্রী শেখ হাসিনা তাঁর অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন এবং তা শুধু শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারের স্কুল মাঠে বলাইশিমুল ইউনিয়নের ১,২,৩,৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরু’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বলাইশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/এসএইচ