প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৫ PM

সিলেটে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাব।
আজ রবিবার সকালে সিলেটের খাদিমপাড়া দিগন্ত মাঠে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের সভানেত্রী শিরীন সুলতানা মিলি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সচিব, ১৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণীবৃন্দ।
আয়োজকেরা জানান, ২২ ফিল্ড রেজিমেন্টের আয়োজনে খাদিমনগর ও খাদিমপাড়ায় খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাবসহ সংশ্লিষ্টদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের খবর/ওআর