প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৩ PM

ইহ জাগতিকতা ও বৈচিত্র্যময়তা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় ইয়ুথদের ভূমিকাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে গত শনিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিপিন চন্দ্র বিশ্বাস।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী প্রগতি সংঘ ঢাকা কেন্দ্রের পরিচালক শাহনাজ বেগম সুমী, কেন্দ্রীয় কার্যালয়ের প্রশিক্ষণ কোর্ডিনেটর নাসরিন বেগম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাফিউল্লাহ্, বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত ভৌমিক প্রমুখ। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জেন্ডারসমতা, বৈচিত্র্যময়তা, গণতন্ত্র, ইহ জাগতিকতা, সহিংস উগ্রবাদ প্রতিরোধ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় ইয়ুথদের ভূমিকা নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হয়।
আজকালের খবর/ওআর