বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুর সঙ্গে ডাবের পানির কোনো সম্পর্ক নেই!
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১২ PM আপডেট: ০৩.০৯.২০২৩ ৪:১৫ PM
সাম্প্রতিক সময়ে ডেঙ্গু কিংবা জ্বর হলেই রোগীর ডাবের পানি পানের প্রবণতা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তাতে ৪০-৫০ টাকার ডাব হাত বদলে দু’শো বা তার বেশি টাকায় কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। তবে ডেঙ্গুতে ডাব আসলে সে অর্থে কোনো কাজই করে না। বলতে গেলে ডেঙ্গুর সাথে ডাবের পানি পানের কোনো সম্পর্ক নেই।

সাধারণভাবে ডেঙ্গুর এই মৌসুমে রোগীকে এখন তরল খেতে বলা হয়, সে হিসেবে ডাক্তাররা হয়তো ডাব খেতে বলেন। কিন্তু ডাবের পানি না খেয়ে সাধারণ পানি (বিশুদ্ধ পানি) পান করলেও চলবে। এমনকি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাধারণ ওরস্যালাইনও কিনে খেতে পারেন। ডেঙ্গুতে পানি, শরবত, গ্লুকোজ, ওরস্যালাইন ও ফলমূলের রস- এগুলোই যথেষ্ট। 

বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে অনেকেই অযথা ডাবের পেছনে ছুটছেন। এই সুযোগে একটি শ্রেণি ডাবের মূল্য কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করছেন। ২০০-২৫০ টাকা খরচ করে ডাবের পানি পানের কোনো দরকারই নেই। অথচ মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন ডাব কেনার জন্য। এমনকি এখন অনেক ফার্মেসিতেও ডাব বিক্রি করতে দেখা যাচ্ছে। কিন্তু ডেঙ্গুতে ডাবের পানি পান না করে সাধারণভাবে পানি (বিশুদ্ধ পানি) পান করলেও চলবে। এর সঙ্গে একটু লবণ কিংবা ওরস্যালাইন নেওয়া যেতে পারে। শরবত হলেও চলবে। 

তবে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তাই অযথা বেশি দাম দিয়ে ডাবের পেছনে দৌড়ানোর দরকার নেই। মূলত ডেঙ্গুর জন্য ডাবের কোনো কাজই নেই। এ বিষয়টি মাথায় রাখতে হবে।

লেখক: অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ডেমরায় নির্মাণাধীন ভবনে অজ্ঞাত তরুণীর লাশ
ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল
তথ্য প্রবাহের অপব্যবহার করে কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে: তথ্যমন্ত্রী
উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পান্থ আফজালের সেলিব্রেটি শো’র এক বছর
টেলরের রেকর্ড কি ভাঙতে পারবেন পরীমণি?
কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত
কামারপাড়া রেলগেট-কলেজ সড়কের ব্রিজ মরণফাঁদে পরিণত: দুর্ভোগ
অবশেষে মুখ খুললেন তামিম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft