বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ফের নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, মানুষের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ২:৩৯ PM
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

এতে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার অভিযোগে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করা হয়।  

আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, একদফা, এক দাবিতে আন্দোলনের জন্য জড়ো হয়েছেন তারা।

তাদের দাবি- নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সৃষ্ট যানজটে দীর্ঘ সময় বাসে, রিকশায় বসে থেকে অতিষ্ঠ হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকে।

যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পরকীয়ার তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়
মিরপুরে বিআরটিসি বাসে আগুন
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত
পোশাক রপ্তানি বন্ধে পাঁয়তারা করছে আমেরিকা-ইউরোপ : বাণিজ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মণিপুরি মহারাসলীলা
রিজার্ভ এখন ১৬ বিলিয়নের নিচে
চারশো রান করতে পারলে চালকের সিটে থাকা যেতো
নির্বাচনে আসলে বিএনপিকে সময়ের মধ্যেই আসতে হবে: ইসি রাশেদা
আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি দূত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft