প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৪:১০ PM

গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
জিএম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তনমূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না।
উল্লেখ্য, আজ মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার সিকিউরিটি আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট।
আজকালের খবর/বিএস