প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:০৫ PM আপডেট: ২৬.০৭.২০২৩ ৭:১৪ PM

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।
এ বিষয়টি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমিত দেয়নি ডিএমপি। এজন্য আমরা বিকল্প হিসেবে জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছি।
এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠনের নেতারা।
আজকালের খবর/বিএস