বুধবার ২৯ নভেম্বর ২০২৩
জাবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৭:০০ PM আপডেট: ১৬.০৭.২০২৩ ৭:০৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ থেকে ২০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। 

সমাজবিজ্ঞান অনুষদের ৩টি বিভাগ- অর্থনীতি, সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিসংখ্যান বিভাগের মোট ২০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের রাসেল মাহমুদ, মো. রমজান শরীফ সাগর, নাঈম হাসান, নাদিমা দীন, রামিছা ফারিহা। সরকার ও রাজনীতি বিভাগের মোছা. মরিয়ম খাতুন, রাবেয়া আক্তার, ইয়াসমিন আখতার ইয়াসিন, মো. সোহেল চৌধুরী, মায়েশাহ ফাহমিদা খাদিজা। ভূগোল ও পরিবেশ বিভাগের মো. এনামুল হক, মো. জিল্লুর রহমান, মো. আরাফাত রহমান সরকার, ইমরান আহমেদ, মো. মশিউর রহমান কাদের। পরিসংখ্যান বিভাগের মো. আখের আলী, হাসির উদ্দিন, জিয়াউল আলম, সিফাত-ই-বরকত ও আরাফাহ-তুজ-জোহরা সুমা।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই এই এসোসিয়েশন বিভিন্ন সেবামূলক কাজ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি আলাদা উদ্যম তৈরি করবে। আমরা দাবি করেছি সমাজবিজ্ঞান অনুষদের আরও যে বিভাগগুলো বাকি আছে তাদেরকেও যেন বৃত্তির আওতায় আনা হয়।

এ সময় অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং বিভাগগুলোর সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সরকার ও রাজনীতি বিভাগের অষ্টম ব্যাচের সাবেক শিক্ষার্থী খন্দকার মিরন এবং তেরো ব্যাচের সাবেক শিক্ষার্থী হাবিব রহমান অনলাইনে যুক্ত ছিলেন। 

প্রসঙ্গত, এবারের বৃত্তির টাকা এসোসিয়েশনের সবার উদ্যোগে না হয়ে পূর্বে থেকে বিভাগ সংশ্লিষ্ট কয়েকজন এলামনাইদের সংগ্রহ থেকে এসেছে। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলমনাই এসোসিয়েশন অব নর্থ আমারিকা ১৯৮৬ সাল থেকে যাত্র শুরু করে। যাত্রার পর থেকে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় তারা এ বছর স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু করলো।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন
সংবিধানের বাইরে গিয়ে ভোট করার সুযোগ নেই: সিইসি
নেত্রকোণা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাজ্জাদুল হাসান
পিটার হাসকে হত্যার হুমকি: ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন
পদত্যাগ করা মন্ত্রীদের দায়িত্ব পেলেন যারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রিজার্ভ এখন ১৬ বিলিয়নের নিচে
পোশাক রপ্তানি বন্ধে পাঁয়তারা করছে আমেরিকা-ইউরোপ : বাণিজ্যমন্ত্রী
আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি দূত
পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন দলীয় এমপিরা: ইসি
টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র কিনলেন ৫৮ প্রার্থী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft