প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৬:৫৭ PM আপডেট: ২৩.০৬.২০২৩ ৭:০১ PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহি: বাংলাদেশ নিশ-২ এসএসসি ও এইচএসসি পরীক্ষা আজ শুক্রবার সকালে ও বিকেলে অনুষ্ঠিত হয়। কাতার ও সৌদি আরবে অবস্থানরত বাঙালিরা বাউবির এ প্রগামের শিক্ষার্থী। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ৩০২জন পরীক্ষার্থী।
বাউবি গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ইউনিট থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা। এ প্রসঙ্গে এসএসসি নিশ-২ পরীক্ষা কমিটির সভাপতি ড. মো. শহীদুর রহমান বলেন, বিশ্বজুড়ে স্টাডি সেন্টার খোলার পরিকল্পনা আমাদের। আপাতত সৌদি, কাতার, দ. কোরিয়া ও ইতালিতে কার্যক্রম চলমান। এখানে অবস্থানরত বাঙালি রেমিটেন্স যোদ্ধারা বাউবি নিশ-২ এর শিক্ষার্থী। তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মমযার্দা সম্পন্ন মানুষ ও অসম্পূর্ণ শিক্ষাকে চলমান রাখতে বাউবি কাজ করে যাচ্ছে। পরীক্ষার্থীরা সার্বক্ষণিক ক্যামেরার আওতাধীন, জুমের মাধ্যমে অনলাইনে পরীক্ষা মনিটরিং করছি আমরা। ফলে, অসাধু পন্থা অবলম্বনের সুযোগ নেই।
এইচএসসি পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার বলেন- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪৬ বছরে বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন মোট ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৩৪জন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪১ কোটি ১৭ লাখ ডলার। বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক সস্তা শ্রম বিক্রি হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদের। তাদের ভাষা দূর্বলতা, অসম্পূর্ণ শিক্ষা , বাস্তব কর্ম জ্ঞান ও অনভিজ্ঞতা এ জন্য দায়ী।
বাউবির উদ্যোগে এবং ওডিএল সিস্টেম দক্ষতা, শ্রম মূল্য বাড়িয়ে আরেকধাপ এগিয়ে যাবে। তারা চৌকষ, দক্ষ মানবসম্পদে পরিণত হবে। ফলে, বাড়বে আমাদের রেমিটেন্স।
আজকালের খবর/ওআর