বুধবার ১৫ মে ২০২৪
গরমে অজ্ঞান হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১:৩৬ PM
চট্টগ্রামের কালুরঘাটে তীব্র গরমে অসুস্থ হয়ে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদরাসাশিক্ষক মারা গেছেন।

রবিবার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালীর খিতাপচর এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তীব্র গরমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মাওলানা মোস্তাক বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে ওঠেন ওই শিক্ষক। এরপর ফেরিতে হঠাৎ অজ্ঞান হয়ে ঢলে পড়েন তিনি। এসময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মোস্তাক আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৪৫ নেতাকে শোকজ
নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটরের লিখিত পরীক্ষা স্থগিত
রাশিয়ার নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন পুতিন, প্রতিরক্ষামন্ত্রী পদে অর্থনীতিবিদ
হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ পুলিশ সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক ‘স্বীকৃতি’ পাচ্ছেন দিনাজপুরের জুবায়ের
স্টার সিনেপ্লেক্সের আচরণে সরব ইকবাল, নিরব সৌদ
জিম্মিদশার ৬৫ দিন পর চট্টগ্রামে নাবিকরা, প্রতীক্ষার অবসান
সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে ডোনাল্ড লুর বৈঠক
দেবীদ্বারে দুটি বাড়ি ও দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft