বুধবার ১৫ মে ২০২৪
৩টি গ্রামের ৩ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৭:৪৬ PM আপডেট: ২৭.০৪.২০২৪ ৭:৫২ PM
কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ শিশুর মৃত্যুর সংবাদে নিজ নিজ এলাকায় শোকের মাতম চলছে। নিহত শিশুটি দেবীদ্বার পৌর এলাকার বিজলীবাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লাহর এক মাত্র কন্যা রাইসা (৭)। সে স্থানীয় বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর কাকা মো. ফারুক মিয়া জানান, তার ভাস্তি রাইসা বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। এক সময় তার সাথের বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও রাইসা বাড়ি ফিরেনি। পরে প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার পথে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিষ্ট্যান্ট ডা. মোজাম্মেল হোসেন জানান, আজ দুপুরে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরাম্পর গ্রামের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৩ বছরের একটি শিশুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এখানে শিশুটির মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টারে নাম ঠিকানা না দিয়েই স্বজনরা শিশুর লাশ নিয়ে বাড়ি চলে যায়। 

অপর ঘটনাটি ঘটে আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের সাংবাদিক সফিউল আলম রাজীবের বাড়ির পুকুরে। বিকেলে শিশুটির মা পুকুরে গোসল করতে যান, শিশু সালমা তার সাথিদের সাথে খেলা করছিল। শিশুর মা ঘরে এসে শিশুটিকে খুঁজে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে দেড় বছরের শিশু সালমাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে বিকেল ৫ টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সালমা (১৮ মাস) বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৮২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
ইসরায়েলকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চান বাইডেন
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অনুমোদনহীন ৫ পানীয় কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ‘স্বীকৃতি’ পাচ্ছেন দিনাজপুরের জুবায়ের
স্টার সিনেপ্লেক্সের আচরণে সরব ইকবাল, নিরব সৌদ
জিম্মিদশার ৬৫ দিন পর চট্টগ্রামে নাবিকরা, প্রতীক্ষার অবসান
সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে ডোনাল্ড লুর বৈঠক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft