রবিবার ৫ মে ২০২৪
টিপু-প্রীতি হত্যা মামলায় চার্জ শুনানি শেষ, আদেশ ২৯ এপ্রিল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৩:৪০ PM
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসাইন এ শুনানি গ্রহণ করেন।

এদিন রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক উদ্দীন (বাচ্চু) এ মামলার ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তাব করেন।

অন্যদিকে আসামি পক্ষে আইনজীবীরা আসামিদের অব্যাহতির আবেদন করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২৯ এপ্রিল আদেশের দিন ঠিক করেছেন।

এ মামলার মোট আসামি ৩৩ জন। ৬ আসামি পলাতক রয়েছে, ৮ জন জামিনে এবং ১৯ জন কারাগারে রয়েছে।

মামলার আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুল, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল, সোহেল রানা মোল্লা, রিফাত হোসেন ও শামসুল হায়দার উচ্ছল, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য কাইল্যা পলাশ, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আসিফুর রহমান ওরফে ঘাতক সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে ইয়াসির আরাফাত সৈকত, মুসার ভাতিজা সেকান্দার শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিবুর রহমান রাকিব, তৌফিক হাসান ওরফে বিডি বাবু, ওমর ফারুক, ‘কিলার’ নাসির, ইশতিয়াক হোসেন জিতু, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান ওরফে টিটু, মোহাম্মদ মারুফ খান, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, আবু সালেহ শিকদার ও শামীম হোসাইন।

আসামিদের মধ্যে সুমন শিকদার ওরফে মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামাদের আসামি করা হয়।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মিল্টনের অপকর্মের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান
বিএনপির ১৫ নেতানেত্রীকে আজীবন বহিষ্কার
প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত এলিভেটেড রেললাইন চালু হবে: রেলমন্ত্রী
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়: যুক্তরাষ্ট্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আহমেদ সাজুর পছন্দ নাদিয়াকে
দেশের চার বিভাগে বড় ঝড়ের আশঙ্কা, দুই নম্বর সংকেত
নারায়ণগঞ্জে ৩৯ লাখ টাকা মূল্যের ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
আট দফা কমার পর আবার বাড়লো সোনার দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft