বুধবার ১৫ মে ২০২৪
টেকনাফ সমুদ্রে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
তাহজীবুল আনাম, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১০:২৯ AM
কক্সবাজারের টেকনাফের উপকূলীয় অঞ্চল বাহারছড়া ইউপির শামলাপুর সাগরে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এর আগে এ ধরনের মাছ ধরা পড়েনি। গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ।

শামলাপুর বোট মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন জানান, বাহারছড়া শামলাপুর মনতইল্ল্যা গ্রামের বাসিন্দা জালাল আহমদের ছেলে আবু তৈয়বের জালে বুধবার সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ। মোবাইল ফোনের বদৌলতে অল্পসময়ে তা জানাজানি হয়ে যায়। ওইদিন দুপুরে মাছসহ ফিশিং ট্রলারটি শামলাপুর ঘাটে পৌঁছলে মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে। মাছটির ওজন ১০ মণ।

তিনি জানান, বুধবার বিকালে মাছটি ঠেলা গাড়িতে শামলাপুর লামার বাজারে ধলা মিয়ার আড়তে নগদ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। মাছটির তলোয়ার আকৃতির ঠোঁটের কারণে ইংরেজিতে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘সোয়ার্ড ফিস’। স্থানীয়রা বলে ‘তলোয়ার মাছ’। কোন কোন দেশে এ মাছ ‘ব্রডবিল’ নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসাবেও বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সব চেয়ে দ্রুতগামী মাছের মধ্যে এটি অন্যতম। ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে এ মাছ।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে: ইসি হাবিব
জামিন পেলেন ইমরান খান
প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা ডোনাল্ড লু’র
বাংলাদেশ ব্যাংকের সর্বনাশ ঢাকতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই এতিমকে রাস্তায় নামিয়ে দেওয়ার অভিযোগ
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, পাস ৩৫.৮০ শতাংশ
মুক্তিপণের পুরো টাকাই ফেরত পেল ‘এমভি আবদুল্লাহ’
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় আপিলে স্থগিত
হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft