রবিবার ৫ মে ২০২৪
চেলসিকে বড় ব্যবধানে হারালো আর্সেনালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১:২৯ AM
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দাপুটে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল। মঙ্গলবার (২৩ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় দ্য গানার্স বাহিনী।

ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় মাইকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিটে ডেক্লান রাইসের বাড়িয়ে দেওয়া বলে লিয়েন্দ্রো ট্রোসার্ডের গোলে লিড পায় আর্সেনাল। এরপর আরও বেশকিছু সুযোগ এসেছিল, তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে পারেননি রাইস-বুকায়ো সাকারা।

অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং নিকোলাস জনসনরাও সুযোগ কয়েকবার পেয়েছিলেন। তবে গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য গানার্স।

দ্বিতীয়ার্ধে চেলসির জালে জোড়া আঘাত হানেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। ম্যাচের ৫২তম মিনিটে রাইসের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। মিনিট পাঁচেক পরেই গোল করেন হ্যাভার্টজ।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে হ্যাভার্টজ এবং ৭০তম মিনিটে হোয়াইট গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাইকেল আর্তেতার শিষ্যরা।

এই জয়ে শীর্ষে ফিরলো গানাররা। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আর্তেতার দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। এ ছাড়া দুই ম্যাচ কম খেলা ম্যানসিটির ৭৩ পয়েন্ট।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৩৬ দশমিক ৩৩ শতাংশ পাস
ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল
আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
এবার মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার রিমান্ডে
গাজীপুরে কলেজ ছাত্রের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আহমেদ সাজুর পছন্দ নাদিয়াকে
নারায়ণগঞ্জে ৩৯ লাখ টাকা মূল্যের ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
দেশের চার বিভাগে বড় ঝড়ের আশঙ্কা, দুই নম্বর সংকেত
সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
আট দফা কমার পর আবার বাড়লো সোনার দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft