মঙ্গলবার ১৪ মে ২০২৪
সিলেটে ৩ হাজার ঈদগাহ-মসজিদে ঈদ জামাত
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৮:৫৮ PM
জেলায় এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় প্রায় তিন হাজার ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট নগর এলাকায় মোট ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর জেলায় মোট দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি।

সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এরআগে, বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি ঈদ জামাত সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।  নগরীর আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঈদ জামাত ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোষাকে সাদা পোষাকে পুলিশের পাশাপাশি ক্রাইসিস রেসপন্স টিম-সিআরটি, বোম্ব ডিসপোজাল টিম দায়িত্ব পালন করবে। বিশেষ করে নগরের প্রধান ঈদ জামাত হবে শাহী ঈদগাহে। সেখানে প্রতিটি কাতারে পুলিশের নজরদারি থাকবে। একইভাবে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে এবং শাহপরান (র.) দরগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোয় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

তিনি বলেন, মহানগর এলাকাকে তিনটি জোনে বিভক্ত করেছেন পুলিশ কমিশনার। সেই ছক অনুযায়ী, ঈদ পূর্ব, ঈদের দিন ও ঈদ পরবর্তী ফাঁকা নগরে নিরাপত্তা দেবে পুলিশ। পাশাপাশি ট্রাফিকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া সবার ঈদ যাত্রা যেন নিরাপদ হয়, সেজন্য রাস্তাঘাটে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকতেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে এসএমপি পুলিশ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ঢাকার হোটেল-রেস্তোরাঁয় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন পুলিশ সদস্যরা
বারিতে ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনার উপর প্রশিক্ষণ
দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি আবেদন শুরু ১৪ মে
লঙ্কান লিগে বিদেশি আইকন মুস্তাফিজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘অভিনয় শিল্পী’ বৃত্তে সেন্সর বোর্ড!
১০ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার
‘চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে নেয়া যাবে না’
ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত
কুতুবদিয়ায় নোঙর করলো এমভি আবদুল্লাহ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft