সোমবার ২৯ এপ্রিল ২০২৪
কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৩:০৯ PM
ভারতের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়েছে একটি যাত্রীবাহী ট্যাক্সি। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর জম্মু-কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) উদ্ধারকাজে অংশ নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার (২৯ মার্চ) সকালে একটি যাত্রীবাহী ট্যাক্সি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পরে জম্মু ও কাশ্মীরের রমবান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী-সহ ট্যাক্সিটি আচমকা রাস্তার পাশে থাকা গভীর খাদের মধ্যে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। সে কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিছলে হওয়ার কারণেই ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা, গরম অনুভূত হবে অনেক বেশি
সুজানগরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
পোরশায় নিতপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বোদায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখার নির্দেশ
পূর্বধলা বাজার বণিক সমিতির সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নয়নের মতবিনিময়
আদালত থেকে বাড়ি ফেরার পথে বিচারক অপহরণ
প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ৯ মে
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশালা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft