সোমবার ২৯ এপ্রিল ২০২৪
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫, বেঁচে গেল এক শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:৩৯ AM
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস সেতু থেকে গভীর খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় কেবল একটি মেয়ে শিশু বেঁচে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যাওয়ার পর ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য এই ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, যাত্রীবাহী বাসটি বোস্টওয়ানা থেকে আসছিল। লিমপোপোর মোরিয়াতে খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে লিমপোপো প্রদেশের মামাতলাকালার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি ব্রিজ থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগুনে অনেক মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এ দুর্ঘটনার তদন্ত চলছে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

দেশটির পরিবহণ মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরে তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা’ জানান। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহ ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্ত করবে।

তিনি আরো বলেন, এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা আপনার সঙ্গে আছে। আমরা এই ইস্টার উইকএন্ডে আমাদের রাস্তায় আরো বেশি লোক থাকায় আরো বেশি সতর্কতার সঙ্গে সবসময় দায়িত্বশীল ভাবে ড্রাইভিং করার জন্য অনুরোধ করছি।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডিসহ ৩ আসামির বিরুদ্ধে পরোয়ানা
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন স্থগিত
রাজশাহীসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প
তীব্র গরমে পাঁচ জেলায় ছয়জনের মৃত্যু
কুবিতে শিক্ষকদের ওপর হামলা, উপাচার্যের পদত্যাগ দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ‘আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’
সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সেনা অভিযানে কুকি-চিনের ২ সদস্য নিহত
সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft