বুধবার ২৯ নভেম্বর ২০২৩
মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যু, এমপি সাজ্জাদুল হাসানের শোক
হাবিবুর রহমান হানিফ, মোহনগঞ্জ, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১০ PM
প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালের মাতা মোছা. আছিয়া বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর একটায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর খবর শুনে মাতৃহারা সন্তানকে সান্ত্বনা দিতে গ্রিন লাইফ হাসপাতালে যান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। এ সময় উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল মা হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন। কান্নারত অবস্থায় তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন সাজ্জাদুল হাসান।

এর আগে চিকিৎসাধীন আছিয়া বেগমের খোঁজ-খবর রাখেন সাজ্জাদুল হাসান।

আছিয়া বেগমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংসদ সদস্য সাজ্জাদুল হাসান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া শহীদ ইকবালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে জেলা আওয়ামী লীগ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
আমার পূর্বপুরুষরা আফগানিস্তানের: আদনান সামি
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস
বিশাল গাড়িবহর নিয়ে মাগুরায় সাকিব
পরকীয়ার তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মণিপুরি মহারাসলীলা
রিজার্ভ এখন ১৬ বিলিয়নের নিচে
চারশো রান করতে পারলে চালকের সিটে থাকা যেতো
আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি দূত
মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft