প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৩ PM

যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাসে মলটভ ককটেল হামলা হয়েছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পেরিলা এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউবার পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ককটেল হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আল জাজিরার খবর অনুসারে, গত সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে কিউবার নেতা মুগেল ডিয়াজ ক্যানেল দ্বীপরাষ্ট্রে ফেরার পরপরই এই হামলা হয়।
মলটভ ককটেল হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবার নাগরিকদের দোষারোপ করেছে হাভানা।
রদ্রিগেজ এক্সে (আগের নাম টুইটার) বলেন, কিউবাবিরোধী গোষ্ঠী সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করা সত্ত্বেও তারা অপরাধীদের দায়মুক্তি দিয়েছে।
এদিকে এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল নিন্দা জানিয়েছেন। উত্তর আমেরিকার কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে সেজন্য অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন তিনি।
আজকালের খবর/বিএস