বুধবার ২৯ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রে পুরস্কৃত তানভীর শেখ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২১ PM
এ সময়ের প্রশংশিত অভিনেতা ও দেশের অন্যতম নাট্য সংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক শেখ তানভীর আহমেদ নিয়মিত থিয়েটার চর্চার পাশাপাশি সমান তালে করেন মূকাভিনয়। এবার সূদুর আমেরিকা থেকে তিনি দেশের জন্য বয়ে আনলেন অত্যন্ত মর্যাদাপূর্ণ ড. ওয়াকার উদ্দিন এ্যাওয়ার্ড ২০২৩। রোহিঙ্গাদের নিয়ে কাজের স্বীকৃতি স্বরুপ বিশ্বের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে পুরস্কৃত করা হয়। সেখানে আর্ট এন্ড কালচার বিভাগে বিশেষ অবদানে সম্মানসূচক ‘বেস্ট পার্ফর্মেন্স’ পুরস্কার পেলেন পড়াশোনার সুবাদে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনেতা তানভীর শেখ।
 
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় দুটি সংস্থা আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ও বার্মিজ রোহিঙ্গা এসোসিয়েশন অব নর্থ আমেরিকা এর আয়োজনে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন নিউইয়র্কে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিন  আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওজন পার্ক এলাকার একটি কনভেনশন হলে (৭৪০২ লিবার্টি এভিনিউ) গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ৭টায় আমন্ত্রিত অতিথী ও গনমাধ্যমের উপস্থিতিতে তার হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন আরাকান রোহিঙ্গা ইউনিয়ন এর মহাপরিচালক জনাব রিয়াজ উদ্দিন ও বার্মিজ রোহিঙ্গা এসোসিয়েশন অব নর্থ আমেরিকা এর ভাইস চেয়ারম্যান মোঃ আসাহাব দীন। 

এর আগে একই আয়োজনে গত ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘দ্যা ডার্ক হিস্টোরি’ নামে মুভমেন্ট বেইজড পার্ফর্মেন্স করেন তিনি।  ৮ মিনিটের একক পার্ফর্মেন্সে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্মমতা আর বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাকে তাদের দেশে ফিরে যাবার ব্যবস্থা নিশ্চিত করা বিষয়টি তুলে ধরেন মূকাভিনয় শিল্পী শেখ তানভীর আহমেদ।
 
অভিনেতা ও সংগঠক তানভীর শেখ এর আগেও বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য আয়োজনে অংশগ্রহন করতে ভ্রমণ করেছেন কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর, মালদ্বীপ, ভারত, শ্রীলংকা সহ সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও নাট্যাঙ্গনে বিশেষ অবদানে পেয়েছেন অসংখ্য সম্মাননা এবং জিতেছেন জাপান বাংলা পিস এ্যওয়ার্ড সহ নানা পুরস্কার।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
পরকীয়ার তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়
মিরপুরে বিআরটিসি বাসে আগুন
জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত
পোশাক রপ্তানি বন্ধে পাঁয়তারা করছে আমেরিকা-ইউরোপ : বাণিজ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মণিপুরি মহারাসলীলা
রিজার্ভ এখন ১৬ বিলিয়নের নিচে
চারশো রান করতে পারলে চালকের সিটে থাকা যেতো
নির্বাচনে আসলে বিএনপিকে সময়ের মধ্যেই আসতে হবে: ইসি রাশেদা
আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশি দূত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- [email protected] বিজ্ঞাপন- [email protected]
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft