প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৭ PM

চতুর্থ লেখমালা সম্মাননা পেয়েছেন তিনি গুণী ব্যক্তিত্ব। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করে লেখমালা সম্পাদনা পরিষদ।
সাহিত্যে এবার লেখমালা সম্মাননা পেলেন কথাশিল্পী হামীম কামরুল হক। ছোটকাগজ সম্পাদনায় রাজশাহী থেকে প্রকাশিত আনর্ত সম্পাদক রহমান রাজুকে দেওয়া হয়েছে এ সম্মাননা। শিক্ষায় লেখমালা প্রবর্তিত ‘গোলাম রসূল স্মৃতিপদক’ পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম।
মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০১৫ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত কাগজটির মোট ১৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে প্রথম বর্ষপূর্তিতে প্রথম লেখমালা সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে প্রতি দুই বছর অন্তর লেখমালা সাহিত্য, ছোটকাগজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর ঘোষণা করা হলো ‘চতুর্থ লেখমালা সম্মাননা-২০২৩’।
আগামী শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে লেখমালা সম্মাননা প্রদান করা হবে।
আজকালের খবর/আরইউ