প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৮ AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর দিন-তারিখ এখনও ঠিক হয়নি। তবে আগামী জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা বিপিএল। সূচি এখনও চূড়ান্ত না হলেও শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিপিএলের প্লেয়ার ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
বিপিএলের প্রতি আসর শুরুর আগেই দলগুলোর মালিকানা পরিবর্তন যেন নিয়মিত ঘটনা। দশম আসরে এসে যুক্ত হয়েছে নতুন দল। মূলত একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে দলের নাম পরিবর্তন হয়েছে। আগের আসরের একটি ফ্র্যাঞ্চাইজিও বদলে গেছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে ছিল রুপা গ্রুপের অধীনে। এবার সেটি ‘নিউটেক্স’ গ্রুপের মালিকানায় থাকবে। নামও বদলে ঢাকা ডমিনেটরস থেকে হয়ে গেছে দুর্দান্ত ঢাকা।
এর বাইরে বাকি দলগুলো থাকছে আগের মতোই- রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট সাত দল নিয়ে হবে এবারের বিপিএল।
প্লেয়ার্স ড্রাফটের আগে তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। এর সঙ্গে সুযোগ থাকছে বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের বাইরে থেকে নেওয়ার। ইতোমধ্যে বেশ কিছু ক্রিকেটারকে নিশ্চিতও করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আজকালের খবর/বিএস